দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেক দূর যেতে হবে। এ ব্যাপারে ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এ চেষ্টা অব্যাহত থাকবে। রোববার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সুজনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ কথা বলেন।
বদিউল আলম বলেন, সুজন নাগরিকদের সংগঠন। নাগরিকদের সংগঠনের কোনো নিবন্ধন লাগে না । তাই সুজনেরও নিবন্ধন নেই। ২০০৪ ও ২০০৫ সালে নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য সুজনের পক্ষ থেকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দেয়া হয়। পরে ওইসব প্রস্তাব আওয়ামী লীগ ও সমমনা দলগুলোও তাদের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করে। যদিও আওয়ামী লীগ এখন সেগুলো মানছে না। আলোচনাসভার আগে সুজনের যেসব সংগঠক ও শুভাকাঙ্ক্ষী মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।