শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ১৮৩
প্রকাশ: ১০:৫২ pm ১৫-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৫৫ pm ১৫-০৯-২০১৭
 
 
 


দীর্ঘ আট বছর পর পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার অংশ হিসেবে বিশ্ব একাদশে বনাম পাকিস্তানের মধ্যে ইনডিপেন্ডেন্স কাপ নামের ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বিশ্ব একাদশের অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ঘরের মাঠে বিশ্ব একাদশের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল সংগ্রহ করে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান একাদশ।

দলের পক্ষে আহমেদ শেহজাদ সর্বোচ্চ ৫৫ বলে ৮৬ রান করেন। এছাড়া বাবর আজম করেন ৪৮ রান।

উল্লেখ্য, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর মিশন হিসেবে আইসিসির আয়োজনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বিশ্ব একাদশ। সিরিজটি ১-১ এ সিরিজ সমতায় থাকায় শেষ ম্যাচটি হয়ে গেছে অঘোষিত ফাইনাল। এই ম্যাচে যারা জিতবে সিরিজ হবে তাদেরই।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT