গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার (১২ জানুয়ারি) শুরু হচ্ছে তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরইমধ্যে সার্বিক প্রস্তুতির প্রায় শেষ করেছে আয়োজকরা। ইজতেমার প্রথম পর্বে এবার ১৪ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ইজতেমাকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। মুসল্লিদের ওযু, পয়ঃনিষ্কাষণ ও খাবার পানি সরবরাহের সব ব্যবস্থা চূড়ান্ত হয়েছে বলে জানান আয়োজকরা। তুরাগ নদের ওপর ৭টি পন্টুন ব্রীজ স্থাপনের কাজও শেষ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। ইজতেমায় প্রস্তুতি কাজে অংশ নিতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন মুসুল্লিরা।
পুলিশের পক্ষে থেকে ১৫টি, র্যাবের পক্ষ থেকে ৯টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। প্রতিটি প্রবেশ পথে থাকছে সিসি ক্যামেরা। এ তথ্য জানান, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুণ অর রশীদ। গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি স্থাপন করেছে আলাদা কন্ট্রোল রুম। জানালেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান। এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমপর্ব শুরু হবে আগামী ১২ জানুয়ারি। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি। এবারের ইজতেমায় দিল্লির নিজামুদ্দিন মারকাজের জিম্মাদার মাওলানা মোহাম্মদ সাদ যোগ দেবেন।