বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ২৭তম ম্যাচে মুখোমুখি হয়ে একবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩০ রানে হারালো গতবারের রানার্সআপ রাজশাহী কিংস। ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফাখর জামান ও ইমরুল কায়েসের উইকেট দুটি হারিয়ে ফেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুমিল্লা। পরে তামিম-মালিক জুটি আশার বাণী দিলেও দলীয় ৯১ রানের মাথায় মালিক ৪৫ রানে ও ১২৫ রানের মাথায় তামিম ৬৩ রানে ফিরে যান। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে যায় কুমিল্লার ইনিংস। ফলে ৩০ রানে জয় পায় রাজশাহী কিংস। অন্যদিকে মোহাম্মদ সামি ৪ ওভারে ৯ রান দিয়ে ৪টি, ড্যারেন স্যামি ও মুস্তাফিজ ২টি, মিরাজ এবং ফ্রাঙ্কলিন ১টি করে উইকেট পান। এর আগে শনিবার (২৫ নভেম্বর) টস জিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছেন রাজশাহী কিংসের দলপতি ড্যারেন স্যামি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে ড্যারেন স্যামির রাজশাহী। দলের হয়ে মাত্র ১৪ বলে ৪৭ রান করেছেন ড্যারেন স্যামি। এছাড়া লুক রাইট ৪২, মমিনুল ২৩, জাকির ২০ ও ফ্রাঙ্কলিন ১৪ রান করেন। এদিকে ইনজুরি থেকে ফিরে এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামেন কাটার মাস্টার খ্যাত বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে ৩.১ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।