স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় তিনটি পৃথক বাসে করে সংগঠনটির সদস্যরা রোমান সভ্যতার নগরী কুইম্ব্রার উদ্দেশ্যে রওনা করে।
দিনব্যাপী আয়োজিত এই শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণে ছিল ফুটবল, ক্রিকেট, হাড়িভাঙ্গা, দেশাত্মবোধক গান, কৌতুকসহ নানা আয়োজন।
বেলা ১১টায় কুইম্ব্রা এসে পৌছানোর পর সেখানকার একটি স্থানীয় পার্কে সকলের অংশগ্রহণে খালাধুলা প্রতিযোগিতা হয়।
দুপুরে লিসবনের ফুড গার্ডেন রেস্টুরেন্টের খাবার পরিবেশন করা হয়।
এরপর ১২৯০ সালে প্রতিষ্ঠিত কুইম্ব্রা বিশ্ববিদ্যালয় এবং ২০১৩ সালে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ কুইম্ব্রা শহর ঘুরে দেখানো হয়। বেলা সাড়ে ৩টায় ভাড়া করা নৌযানে চড়ে কুইম্ব্রার নয়নাভিরাম লেকের দৃশ্য উপভোগ করেন সদস্যরা।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র’য়ের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শেষ হয়।
শিক্ষা সফরের আয়োজন ও পরিচালনায় ছিলেন ‘লিসবন শিল্পগোষ্ঠী’র প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, তাহের আহমদ, কামাল হুসেন, আরিফুর রহমান, মিজানুর রহমান, মাহবুব সুয়েদ, আব্দুস সাত্তার, শামসুল ইসলাম, মোশাররাফ হোসেন, নুরে আলম সিদ্দীকি ও আসাদ উল্লাহ।