শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
কেন্দ্রীয় শহীদ মিনারে নায়করাজকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে
প্রকাশ: ১০:২৯ am ২২-০৮-২০১৭ হালনাগাদ: ১১:১৭ am ২২-০৮-২০১৭
 
 
 


কেন্দ্রীয় শহীদ মিনারে নায়করাজকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। এরপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে এফডিসিতে। এবং সর্বশেষ গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। তবে দাফনের সঠিক সময় এখন নির্ধারণ করা হয়নি। কারণ তাঁর মেজো ছেলে বাপ্পির দেশে ফেরার উপর নির্ভর করছে নায়করাজকে চিরশায়িত করার বিষয়টি। নায়করাজ রাজ্জাজের তিন ছেলে- বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট। মেয়ে দুইজন- একজন থাকেন লন্ডনে, অন্যজন মারা গেছেন। নায়করাজের প্রয়াণের পরপরই পরিবারের সদস্যরা লন্ডনে তার প্রবাসী মেয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলেও কানাডা প্রবাসী ছেলে বাপ্পির সঙ্গে যোগাযোগ হয়েছে প্রায় আড়াই ঘণ্টা পর। তবে এখনও বাপ্পি দেশে ফেরার বিমান টিকেট পাননি বলে তার পরিবার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে জানা গেছে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জল নক্ষত্র রাজ্জাক সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT