যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনসহ চারজনের বিরুদ্ধে দিনাজপুরে তথ্য প্রযুক্তি আইনের-৫৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে।
সোমবার রাতে বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি সম্পর্কে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে মামলাটি দায়ের করেছেন দিনাজপুর জজ কোর্টের আইনজীবি হযরত আলী (বেলাল)।
মামলার অপর আসামিরা হলেন, অথৈ আদিত্য, তারিখ রহমান ও নুশরাত জাহান ইশিতা। এদের পরিচয় ও ঠিকানা অজ্ঞাত উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণীদে বাদী দাবি করেছেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোঃ নাজমুল হোসেনসহ অন্যরা গত ২৩ জুন ‘বিচারপতির লাল সিড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
আসামিরা ফেসবুকে অসৎ উদ্দেশ্যে বিচারপতি, বিচার ও বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টায় মানহানিকর ও অশালীন এই স্ট্যাটাস পোস্ট দিয়েছেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।