মেক্সিকোয় বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ১৮ জনআহত হয়েছেন। মেক্সিকোর কুইনতানা রু রাজ্যে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। শিক্ষাসফরে যাওয়ার সময় একটি ট্যুর বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩১জন যাত্রী ছিলো। যাত্রীদের মধ্যে যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং সুইডেনের নাগরিকও ছিলো। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। কুইনতানা রু মেক্সিকোর জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ শিপের মুখপাত্র সিনথিয়া মার্টিনেজ জানান, ২৭ জন যাত্রী ভ্রমণ করছিলো। তিনি বলেন, আমরা হতাহতের জন্য ব্যাথিত। আমাদের অতিথিদের যত্নে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পর্যটকরা চাচোবোনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাচ্ছিলেন। কুইনতানা রু সরকার জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ বের করার চেষ্টা করছে। গত বছরও শহরটিতে বাস দুর্ঘটনায় ১১জন পর্যটক নিহত হয়েছিলো। সূত্র: রয়টার্স