ঢাকায় নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী মিয়া সিপ্পোকে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনীতিসহ সকল ক্ষেত্রে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, কিছুদিনের মধ্যে বাংলাদেশ নিম্নআয়ের দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হবে বিধায় জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। তোফায়েল আহমেদ আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো এর সাথে মতবিনিময় এর পর সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী মিয়া সিপ্পোকে উদ্ধৃত করে বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে মন্ত্রী এ সাথে মন্তব্য করেন। তোফায়েল আহমেদ বলেন, যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি এবং বিশ্বের দরিদ্র দেশের রোল মডেল বলতো, আজ তারাই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করেছে। তিনি বলেন, বাংলাদেশ ১৯৭২-৭৩ সালে ২৫টি পণ্য ৬৮টি দেশে রপ্তানি করে আয় করতো ৩৪৮ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। আজ বিশ্বের প্রায় ১৯৯টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে আয় করছে সার্ভিস সেক্টরসহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে এ রপ্তানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, রেমিটেন্স আসছে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ। ২০৪০ সালে বাংলাদেশ বিশ্বের ২৮তম অর্থনীতি এবং ২০৫০ সালে ২২তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। বৈঠক কালে মিয়া সিপ্পো সাংবাদিকদের কাছে বাংলাদেশের প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ খুব ভালো কাজ করেছে। তিনি বলেন, জাতিসংঘ রোহিঙ্গা সমস্যা নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। রোহিঙ্গা বিষয়ক সমস্যা সমাধানে অনেক অগ্রগতি হয়েছে এবং এ সংশ্লিষ্ট জাতিসংঘ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাণিজ্য সচিব শুভাশীষ বসু এসময় বৈঠকে উপস্থিত ছিলেন।