ফেনীতে পুলিশের ওপর হামলার সময় গুলিতে ফকির আহম্মদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর হাসপাতালে তিনি মারা যান। ফকির আহম্মদ সোনাগাজী উপজেলার ছাড়াইকান্দি গ্রামের বাসিন্দা।
এর আগে ছাড়াইকান্দি গ্রামের ফকির আহম্মদের বাড়িতে পুলিশ অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা হামলা করে। তাদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উপজেলার ছাড়াইকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী ফকির আহম্মদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকসহ দুজনকে আটক করা হয়। এ সময় আটককৃত ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে মাদক ব্যবসায়ী ফকির আহম্মদ আহত হন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, ফকির আহম্মদের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।