ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষিত র্যাংকিংয়ে ১৬৭২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ফুটবল জায়ান্ট ব্রাজিল। এদিকে বাংলাদেশ ৬০ রেটিং পয়েন্ট নিয়ে ১৯৩তম স্থানে রয়েছে। ফিফা প্রকাশিত ফুটবলের সর্বশেষ র্যাংকিংয়ে গত মাসে শীর্ষে ওঠা ব্রাজিল নিজেদের অবস্থান শীর্ষস্থানেই রয়েছে। গত ৭ বছরের মধ্যে প্রথমবারের মত ফিফা র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। পয়েন্টের হিসেবে ১৬০৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দেশটির চিরপ্রতিন্দ্বন্দ্বী আর্জেন্টিনা। আর ১৪৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইউরোপের পাওয়ারহাউস খ্যাত জার্মানরা। র্যাংকিংয়ের ৪র্থ ও ৫ম স্থানে রয়েছে যথাক্রমে চিলি ও কলাম্বিয়া। ৬ষ্ঠ থেকে দশমস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন।
ফিফা ঘোষিত র্যাংকিং: ১. ব্রাজিল ২. আর্জেন্টিনা ৩. জার্মানি ৪. চিলি ৫. কলাম্বিয়া ৬. ফ্রান্স ৭. বেলজিয়াম ৮. পর্তুগাল ৯. সুইজারল্যান্ড ১০. স্পেন ..... ১৯৬. বাংলাদেশ