"নিবাস চৌহালী"
বাংলাদেশের মানচিত্রে ২৪৩ বর্গ কিলোমিটার ভু খন্ডের
ত্রি-মাত্রিক জল পরিবেষ্টিত এক চৌহদ্দির নাম চৌহালী।
জন্ম থেকে জন্মান্তর যেন উত্তরাধিকার সুত্র থেকেই প্রাপ্ত
রাজনিতীর দড়ি টানা টানি ভাগ্যের নির্মম সে পরিহাস!!
"চৌহালী" কখনো বেলকুচির অধিনস্থ সঙ্গি এনায়েতপুর
নয় টাঙ্গাইলের,নয় নাগরপুরের,কিকরে হয় সিরাজগঞ্জের?
সঙ্গত ভাবেই "চৌহালী" কোনদিন কখনো কারোরই নয়।
রাক্ষুসি যমুনার রুদ্র রোষে দুই তৃতীয়াংশ যমুনায় বিলীন
জন প্রতিনিধিদের বিমাতা সুলভ নির্দয় নিষ্ঠুর অবহেলা,
নদীভাঙ্গা প্রতিরোধ কার্য্যকর পদক্ষেপ,প্রতিকার কার্য্যত না
এসেছে বরাদ্দ,কাগজে প্রকল্পে নির্মিত বাধ,আয়ু এক মাস!
নিবাস যাদের "চৌহালী" হয়েছে বানভাসি,গৃহহীন বেদুইন
নিয়তি তাদের নেই সাথে, সামান্যতেই জলে ডোবা,ভাসা!
চাহিদা নগন্য,ছনের চালে বাঁশের খুঁটি কিঞ্চিত ভিটেমাটি
বিধাতা দিতে ব্যস্ত,পুর্ব জন্মের শাস্তি,জোটেনা ঘর গেরস্তি।
মুশফিকুর রহমান মোহন
ক্রীড়া সম্পাদক
বাংলাদেশ আওয়ামি যুবলীগ
১৬ সেপ্টেম্বর ২০১৭ ঢাকা।