বাংলাদেশের নিজস্ব অর্থায়নেই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের উদ্যোগ নেয়া হচ্ছে । এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে দাতা সংস্থাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ি সহায়তা যথাযথ ভাবে পাওয়া যায় না বলেও জানান তিনি। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে দুইদিনের গ্লোবাল পার্টনারশীপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন বিষয়ক স্ট্যারিং কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাংলাদেশ সফলভাবে অর্জন করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও সফলভাবে অর্জিত হবে।