এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে আলোচিত খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। তাই ফ্র্যাঞ্চাইজদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। শেষ পর্যন্ত লটারিতে কাটার মাস্টারকে পেয়েছে রাজশাহী কিংস। এর বাইরে অলরাউন্ডার নাসির হোসেনকে নিয়ে ফ্র্যাঞ্চাইজদের আগ্রহ খুব একটা কম ছিল না। গতবার ঢাকা ডায়নামাইটসে খেলা নাসির নাসিরকে একবার দলভুক্ত করেছে সিলেট সিক্সার্স। আর তরুণ মেহেদী হাসান মিরাজকে রেখে দিয়েছে তাঁর গতবারের দল রাজশাহী কিংস এবং তারকা পেসার রুবেল হোসেনকে নিয়েছে রংপুর রাইডার্স।
আজ শনিবার রাজধানীর এক হোটেলে প্লেয়ার্স ড্রাফটে আইকনদের বাইরে থাকা খেলোয়াড়দের দল ঠিক করা হয়। এতে ঢাকা ডায়নামাইটস তাদের আইকন সাকিব আল হাসান ছাড়া অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, পেসার মোহাম্মদ শহীদ এবং ওপেনার মেহেদী মারুফকে দলভুক্ত করে।
খুলনা টাইটানসের আইকন খেলোয়াড় মাহমুদউল্লাহ। এর বাইরে তারা নিয়েছে পেসার শফিউল ইসলাম, আরিফুল হক ও স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে।
রাজশাহী কিংস আইকন খেলোয়াড় মুশফিকুর রহিমকে ছাড়াও নিয়েছে মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজাকে।
রংপুর রাইডার্স তাদের আইকন খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজাকে ছাড়া আরো নিয়েছে, মোহাম্মদ মিঠুন, পেসার রুবেল হোসেন ও স্পিনার সোহাগ গাজীকে।
সিলেট সিক্সার্সের আইকন সাব্বির রহমান। এ ছাড়া তারা নিয়েছে অলরাউন্ডার নাসির হোসেন, স্পিনার তাইজুল ইসলাম ও উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।
কুমিল্লা ভিক্টোরিয়ানস তাদের নতুন আইকন খেলোয়াড় হিসেবে নিয়েছে ওপেনার তামিম ইকবালকে। এছাড়া তারা ওপেনার ইমরুল কায়েস, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলভুক্ত করে।
আর চিটাগং ভাইকিংস তাদের আইকন সৌম্য সরকারকে ছাড়া নিয়েছে, পেসার তাসকিন আহমেদ, ওপেনার এনামুল হক বিজয় ও পেসার শুভাশীষ রায়কে।