মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়ে ইনজুরির ভীতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাত্র ১৩ বল খেলে আহত অবসর হয়ে তামিম মাঠ ছাড়ার পরপরই তাকে স্ক্যান করার জন্য পাঠানো হয়েছে। স্ক্যানের রিপোর্ট আসলেই পুরোপুরিভাবে অবগত হওয়া যাবে। তাই তামিমকে নিয়ে ইনজুরি ভীতিতে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে শুরু হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে খেলতে নেমে মাংশপেশিতে টান খেয়ে মাত্র ৫ রান করে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন তামিম। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৬৫.৪ ওভার ব্যাটিং করে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করেছে। দলের পক্ষে মমিনুল সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া মুশফিক ৬৩, সাব্বির ৫৮*, সৌম্য ৪৩ ও ইমরুল ৩৪ রান করেন। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ ওভারে ৫ রানে ব্যাট করছে। উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট।