চলতি সালের ডিসেম্বর মাসের শেষদিকে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে যে কোনো দিন নির্বাচন হবে। সাধারণত ভোটের দিনের ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় উল্লেখ করে নির্বাচন কমিশন সচিব বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে ডিজিটাল ভোটিং মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যায় কি না সে বিষয়ে আলোচনা হয়েছে। সম্ভব হলে দুই-তিনটি ওয়ার্ডে ভোটিং মেশিন ব্যবহার করা হবে।