সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শনিবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা প্রেসক্লাব ও খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। খাগড়াছড়িতে এ সময় বক্তব্য দেন শাহাদাৎ হোসেন কায়েস, মো. ফরিদ উদ্দিন ও জাহেদ হাসান। বক্তারা বলেন, সেশনজটসহ নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে চাকরিতে আবেদন করা সম্ভব হয় না। তাই চাকরিতে আবেদনের সময়সীমা ৩৫ করার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি পেশ করা হয়।