অনেকটা বাঁচা-মরার ম্যাচে রোমাঞ্চকর এক জয়ে এক ম্যাচ হাতে রেখে শেষ দল হিসেবে সেরা চার নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। মিরপুরে ১৪৭ রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৮ উইকেটে ১২৮ রানের বেশি করতে পারেনি খুলনা। ফলে ১৯ রানের দারুণ এক জয় পায় রংপুর। সেই সাথে তাদের এ ম্যাচ জয়ের মধ্য দিয়ে কপাল পুড়ল সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসেরও। চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুরে। ফলে এক ম্যাচ হাতে রেখেই দর্শক বনে গেল সিলেট ও রাজশাহী। এর আগে বিপিএলের ৩৮তম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ১৪৭ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে মোহাম্মদ মিথুন অপরাজিত ৫০ ও ক্রিস গেইল ৩৮ রান করেন। অন্যদিকে খুলনার হয়ে আর্চার ২টি, ইরফান, শফিউল, রাহি ও ব্রাথহোয়াইট ১টি করে উইকেট নেন।
উল্লেখ্য, দিনের প্রথম ম্যাচে নাসিরের দূর্দান্ত বোলিংয়ে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স।