শনিবার, ০১ জুন ২০২৪ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জঙ্গি নিহত
প্রকাশ: ১১:৪১ am ২৫-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৪২ am ২৫-০৮-২০১৭
 
 
 


কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক নব্য জেএমবি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) ভোরের দিকে  দৌলতপুর উপজেলার বোয়ালিয়া মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জঙ্গির নাম আসলাম আলী (৪২)। সে জেলার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে। সাংবাদিকদের এসব তথ্য জানান দৌলতপুর থানার ওসি শাহ দারা খান। তিনি বলেন, একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠ এলাকায় তিন রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে এমন গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তিনি বলেন, নিহত আসলাম নব্য জেএমবির সদস্য। তার বিরেুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও তিনটি চাপাতি উদ্ধার করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদ আহত হয়ে প্রাথমিক নিয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT