শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশ: ১০:২৮ am ১৭-১০-২০১৭ হালনাগাদ: ১০:৩১ am ১৭-১০-২০১৭
 
 
 


কক্সবাজার সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশুধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, মঙ্গলবার ভোরে খুরুশকুল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সেলিম (২২) কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।

র‌্যাব কর্মকর্তা রুহুল বলেন, সেলিম ও তার সহযোগীরা খুরুশকুল এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

“র‌্যাবের দিকে তারা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয় বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত ২৩ অগাস্ট ফিশারিপাড়ায় তিন বছরের এক শিশু ধর্ষিত হয়। এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা করেন শিশুর বাবা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT