সৌদি সামরিক জোটের বিমান হামলায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইয়েমেনে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের একদিন পরই এ বিমান হামলা করা হয়েছে। ইয়েমেন যুদ্ধের হাজার তম দিনে এ ভয়াবহ বিমান হামলার শিকার হলো বেসামরিক নাগরিকরা। বিধ্বংসী এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত এবং লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছে। হুথি বিদ্রোহীদের সমর্থনকারী একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায় বিমান হামলায় নারী ও শিশুসহ ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। সৌদি জোটের পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল-জাজিরা