ইরানের রাজধানী তেহরানের ৫০ কিলোমিটার পশ্চিমে বুধবার (২৭ ডিসেম্বর) ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ জানিয়েছে এ ঘটনায় এক ব্যক্তি আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ৫৬ জন। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।
ইরানের জরুরি মেডিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের ফলে মানুষজন আতঙ্কিত হয়ে বাসভবন থেকে বের হবার সময় আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর তেহরানে ৫.২ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়। ওই সময় ২ জন নিহত হয়। ভৌগোলিকভাবে ইরান পৃথিবীর সবচাইতে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি। উল্লেখ্য, ২০০৩ সালে দেশটির কেরমান প্রদেশে ৬.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সে সময় ৩১ হাজার মানুষ নিহত হয় এবং প্রাচীন বাম নগরী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সূত্র: রয়টার্স