রাজধানীর আবাসিক হোটেলগুলোতে বোর্ডার এন্ট্রি করার ক্ষেত্রে আটটি নিরাপত্তা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর হোটেলগুলোতে জঙ্গিদের অবস্থান ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, গত ১৫ আগস্ট পান্থপথের হোটেল ওলিওতে আশ্রয় নেওয়া এক জঙ্গি পুলিশি অভিযানে নিহত হয়। আত্মঘাতী এ জঙ্গি জাতীয় শোক দিবসের শোভাযাত্রায় বোমা হামলা চালিয়ে প্রাণহানি ঘটাতে ওই হোটেলে আশ্রয় নিয়েছিল, বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এতে আরও বলা হয়, রাজধানীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে সিআইএমএস নামের একটি সফটওয়্যারে রাখা হয়েছে। এতে সন্ত্রাস, জঙ্গি তৎপরতাসহ অন্যান্য অপরাধ কমে গেছে। কিন্তু আবাসিক হোটেলগুলোতে আসা বোর্ডারদের তথ্য সংগ্রহ, দেহ ও লাগেজ তল্লাশি যথাযথ না করায় জঙ্গি ও সন্ত্রাসীরা নির্বিঘ্নে হোটেলে আশ্রয় নিতে পারছে। নির্দেশনা অনুযায়ী, হোটেল ওলিওতে আশ্রয় নেওয়া জঙ্গির ব্যাগ, লাগেজ, দেহ যথাযথ তল্লাশি করলে এই জঙ্গি হোটেলে আশ্রয় নিতে পারতো না, বলেও চিঠিতে দাবি করা হয়।
ডিএমপি নির্দেশনা অনুযায়ী, হোটেলে কোনও বোর্ডারকে এন্ট্রি করার ক্ষেত্রে আটটি নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়ন করতে অনুরোধ করা হয়েছে। সেগুলো হলো-