৪১৮ জন হজযাত্রী নিয়ে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। সোমবার (২৪ জুলাই)সকাল ৭টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।
ছবিঃ শামিম আহম্মেদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান। এ সময় তারা হজযাত্রীদের সঙ্গে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এরপর মোনাজাত করা হয়।
হজ ফ্লাইট নিয়ে কোন অনিয়ম হবে না জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘টাস্ক ফোর্স নিয়মিত মনিটরিং করছে। কোনও ধরণের অনিয়ম হবে না।’
সাউদিয়া এয়ারলাইন্সের টিকিট বেশি দামে বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাব মন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যেন কোনও অনিয়ম না হয়।’
ছবিঃ শামিম আহম্মেদ
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘হজ নিয়ে কোনও ধরণের অনিয়ম হতে দেওয়া হবে না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর ভাবে মনিটরিং করা হচ্ছে।’
জানা গেছে, এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রী হজ করতে যাবেন। তাদের মধ্যে ৫০ শতাংশ সৌদি এয়ারলাইন্সে এবং বাকি যাত্রী বাংলাদেশ বিমানে যাবেন। আগামী ২৬ জুলাই সর্বশেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। এবছর মোট ১৭৭টি ফ্লাইট হজ যাত্রীদের বহন করবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৪৪টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি। হজ পালন শেষে জেদ্দা থেকে প্রথম ফ্লাইট বাংলাদেশে আসবে ৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর সর্বশেষ হজ ফ্লাইট বাংলাদেশে আসবে। হজ যাত্রীদের নিয়ে ১৬৯টি ফ্লাইট ঢাকায় আসবে। এর মধ্যে ডেডিকেটেড ফ্লাইট ১৩৯টি এবং শিডিউল ফ্লাইট ৩৩টি।
ছবিঃ শামিম আহম্মেদ
বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, ‘এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ (ব্যালটি ও নন-ব্যালটি) জন মুসলমান হজ পালনে বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। ঢাকা-জেদ্দা-ঢাকারুটে হজ যাত্রীদের ইকোনমি ক্লাসে বিমান ভাড়া এক হাজার ৪৭৫ মার্কিন ডলার। ঢাকা থেকে জেদ্দা প্রতি ফ্লাইটের উড্ডয়ন কাল হবে আনুমানিক ৭ ঘণ্টা।’
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব গোলাম ফারুক, অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) আবুল হাসনাত মো. জিয়াউল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এহসানুল গণি চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সর চেয়ারম্যান মুহাম্মদ ইনামুল বারী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানা উপস্থিত ছিলেন।