আজ দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (তত্কালীন পিজি) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকার ও দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শ্রদ্ধা নিবেদনের জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান হাতে নিয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে আজ সকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন ও জনমানুষের ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সকালে ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরানখানি অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় কলাভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অফিসার ও কর্মচারীরা জমায়েত হবেন। সেখান থেকে তারা সকাল সোয়া ৭টায় উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির মাজারে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে কবির মাজার প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকাল ৭টায় একাডেমির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে এ আয়োজন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নজরুল বিষয়ক একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নজরুল বিষয়ে একক বক্তৃতা করবেন অধ্যাপক সৌমিত্র শেখর। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়া গতকালও ছিল মৃত্যুবার্ষিকীর আয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হল নজরুল স্মরণানুষ্ঠান। ধানমণ্ডির ছায়ানট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে কবির গানে, কবিতার উচ্চারণে কবির স্মৃতির উদ্দেশে শ্রদ্ধার অর্ঘ্য অর্পণ করলেন ছায়ানট শিল্পীরা।