শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
অপেক্ষায় রয়েছেন ১৭ হাজার ১৫১ হজযাত্রী
প্রকাশ: ০৯:৫৪ am ২৬-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৫৬ am ২৬-০৮-২০১৭
 
 
 


আগামী ৩১ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এই নিয়ে সেখানে এখন সার্বিক প্রস্তুতি চলছে। আর এমন সময়েও ভিসা-টিকেট জটিলতায় সৌদি আরব যাত্রা আটকে রয়েছে বিপুলসংখ্যক বাংলাদেশি হজযাত্রীর। ক্লান্তিহীন অপেক্ষায় বর্তমানে রাজধানীর আশকোনা হজক্যাম্পে দিন কাটছে তাদের। বাংলাদেশ থেকে গত ২৪ জুলাই শুরু হওয়া হজ ফ্লাইট শেষ হবে আগামী ২৭ আগস্ট সোমবার। মাঝে হাতে সময় আছে আর মাত্র এক দিন। এমন এক সময়েও ভিসা-টিকেট পাওয়ার অপেক্ষায় রয়েছেন ১৭ হাজার ১৫১ হজযাত্রী। হজযাত্রার নির্ধারিত সময় শেষ হয়ে আসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন-রাত পার করছেন এসব হজযাত্রী। শেষ পর্যন্ত সৌদি আরব যাওয়া হবে কি না-তা নিয়ে অনিশ্চয়তা ভর করেছে তাদের ওপর।

সূত্র মতে, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত্ত রাজধানীর আশকোনা হজক্যাম্পে ১৭ হাজার ১৫১ হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন। আজ ২৬ আগস্ট শনিবার পর্যন্ত বাংলাদেশ বিমানের এবং ২৭ আগস্ট রোববার পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। হাতে থাকা এত কম সময়ের মধ্যে ভিসা-টিকেট মিলবে কি না-সেটা নিয়ে সন্দেহ রয়েছে। ভিসা হওয়ার পরও টিকেট কাটা হয়নি অনেকের। হজযাত্রীদের অভিযোগ, চুক্তি অনুযায়ী সব টাকা পরিশোধের পরও তাদের ঘুরতে হচ্ছে এজেন্সি ও দালালদের দ্বারে দ্বারে। অপেক্ষমাণ হজযাত্রীদের সৌদি আরব পৌঁছার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলেও আশা ছাড়ছেন না তাদের অনেকেই। বরিশালের বরগুনার অপেক্ষমাণ হজযাত্রী নুরুল ইসলাম বলেন, প্রতারণার শিকার হয়েছি। এখনও ভিসা-টিকেট পাইনি। এরপরও আশা ছাড়িনি। আল্লাহ কপালে লিখে রাখলে অবশ্যই সব সমস্যা কেটে গিয়ে হজ পালন করতে পারব। এদিকে বিমানের টিকেটের জন্য হজ এজেন্সিগুলো অতিরিক্ত টাকা দাবি করছে বলেও অভিযোগ করেছেন হজযাত্রীরা। হজযাত্রীদের সঙ্গে যারা প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বিএইচ হারুন। তিনি আরও জানান, হজ ফ্লাইটের সময় আরও দু’দিন বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি এয়ারলাইন্স। আর আগামী তিন দিনের মধ্যে ভিসাপ্রাপ্ত সব যাত্রীকে সৌদি আরব পাঠানো যাবে বলেও আশ্বাস দেন তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT