শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৬ মে, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ০৬-০৫-২০১৮ হালনাগাদ: ০৯:১৭ am ০৬-০৫-২০১৮
 
 
 


১৫৪২ সালের এই দিনে প্রথম খ্রীস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন।

১৭৩৩ সালের এই দিনে প্রথম আর্ন্তজাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়।

১৭৫৭ সালের এই দিনে দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়রা বিজয় লাভ করে।

১৭৬৩ সালের এই দিনে আমেরিকান আদিবাসী নেতা পন্টিয়াক নিউ ইয়র্কে বৃটিশদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৭৫ সালের এই দিনে ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দনকুমার গ্রেফতার হন।

১৮৩১ সালের এই দিনে ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বালাকোট উপত্যাকায় মুক্তি বা আজাদী আন্দোলনের নেতা সাইয়েদ আহমাদ ব্রেলভী ইংরেজ ও শিখ বাহিনীর সাথে এক লড়াইয়ে শতাধিক মুজাহিদসহ শহীদ হন।

১৮৩৫ সালের এই দিনে জেমস গর্ডন ব্যানাট বিখ্যাত নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন।

১৮৪০ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয়।

১৮৫৭ সালের এই দিনে ব্রিটিশ কর্তৃপক্ষ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে বিলুপ্ত করে। মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয়।

১৮৮৯ সালের এই দিনে সরকারিভাবে প্যারিসের আইফেল টাওয়ার উন্মুক্ত করা হয়।

১৯১০ সালের এই দিনে বাবার মৃত্যুর পর পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা মনোনীত হন।

১৯১১ সালের এই দিনে পিকাসোর আঁকা ৩ কোটি ডলার মূল্যমানের ছবি প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়।

১৯৩৯ সালের এই দিনে জার্মানী ও ইতালী সামরিক ও রাজনৈতিক মৈত্রী ঘোষণা করে, যা বার্লিন-রোম অক্ষ নামে পরিচিত।

১৯৪০ সালের এই দিনে উইন্সটন চার্চিল বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর জর্মানী ফ্রান্সের রাইমে নিঃশর্ত আত্মসমর্পন করে।

১৯৫৪ সালের এই দিনে রজার ব্যানিস্টারই প্রথম ৪মিনিটে এক মাই দূরত্ব দৌড়ে অতিক্রম করেন।

১৯৬৫ সালের এই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ওপেনার বিল লরি ও সিম্পসন ৩৮২ রান করেন।

১৯৭৫ সালের এই দিনে মার্কিন প্রেসিডেন্ট ফোর্ড ভিয়েৎনাম যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন।

১৯৮৮ সালের এই দিনে গ্রায়েম হিক উরচেস্টার এর হয়ে সমারসেটের বিপক্ষে একাই ৪০৫ রান করেন।

১৯৯১ সালের এই দিনে পিকাসোর আঁকা তিন কোটি ডলার মূল্যমানের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগস্থ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়ে যায়।

১৯৯৪ সালের এই দিনে চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৪ সালের এই দিনে ব্রিটেনের রানী এলিজাবেথ ও ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরাঁর ইউরোটানেল রেলপথ উদ্বোধন করেন।

১৯৯৭ সালের এই দিনে প্রয়াত গ্রেট পপ তারকা মাইকেল জ্যাকসন এবং বিখ্যাত ব্যান্ড দল বি গিস কে “রক & রোল” এর হল অব ফেইমে অন্তর্ভুক্ত করা হয়।

১৯৯৯ সালের এই দিনে সাবেক যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ন্যাটোর ‘ভুলবশত’ চীনা দূতাবাসের উপর বোমা নিক্ষেপে দুইজন চীনা নাগরিক নিহত ও বিশজন আহত হন।

২০০১ সালের এই দিনে সিরিয়া সফরের সময় প্রথম কোন পোপ হিসেবে পোপ পল ২ মসজিদে প্রবেশ করেন।

২০০২ সালের এই দিনে দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী নোবেল বিজয়ী অংসান সুচি মুক্তিলাভ করেন।

১৭৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের, তিনি ছিলেন ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিগমুন্ড ফ্রয়েড, তিনি ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ নিউরোলজিস্ট ও মনোবিশ্লেষক।

১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুইন পিয়ারি, তিনি ছিলেন একজন মার্কিন মেরু অভিযাত্রী।

১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মতিলাল নেহরু, তিনি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা।

১৮৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যাস্টোন লেরোউক্স, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও লেখক।

১৮৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টোর গ্রিগ্নারড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ ও শিক্ষাবিদ।

১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলেম ডে সিটার, তিনি ছিলেন ডাচ গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারি মারটিনসোন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।

১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ অরসন ওয়েলস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ক্রিশ্চিয়ান লতেরবার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।

১৯৩২ সালে এই দিনে সব্যচারী লেখক, ভাষা ও মুক্তিযুদ্ধের কলমসৈনিক অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদ জন্ম গ্রহণ করেছিলেন।

১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রিয়াস বাডের, তিনি ছিলেন জার্মান সন্ত্রাসী ও সহ-প্রতিষ্ঠিত রেড আর্মি দল।

১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল ডো, তিনি ছিলেন লাইবেরিয়া সার্জন, রাজনীতিবিদ ও ২১ তম প্রেসিডেন্ট।

১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টনি ব্লেয়ার, তিনি ব্রিটিশ রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ ক্লুনি, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের পেস বোলার লক্ষ্মী রতন শুক্লা। তিনি তিনটি এক দিনের ম্যাচ খেলেন।

১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দানিয়েল আলভেস দা সিলভা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোন গেউন-ইয়উং, তিনি দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডরিয়েস মেরটেন্স, তিনি বেলজিয়াম ফুটবলার।

১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডোমিনিকা কিবুল্কোভা, তিনি স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড়।

১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাকাশি উসামি, তিনি জাপানি ফুটবলার।

১৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাটেও কভাকিক, তিনি অস্ট্রীয় বংশোদ্ভূত ক্রোয়েশীয় ফুটবলার।

১৫৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তান সেন, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ।

১৮৩১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সাইয়েদ আহমাদ ব্রেলভী, তিনি ছিলেন ভারতের একজন মুসলিম সংস্কার আন্দোলনকারী ছিলেন এবং “নবী মুহাম্মদের পথ” (তারিকাহ মুহাম্মাদিয়াহ), একটি বিপ্লবী ইসলামী আন্দোলন, এর প্রতিষ্ঠাতা

১৮৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার ফন হুমবোল্‌ড্‌ট্, তিনি ছিলেন জার্মান ভূগোলবিদ ও এক্সপ্লোরার।

১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এল. ফ্রাঙ্ক বাউম, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রজতকুমার সেন, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম শহীদ বিপ্লবী।

১৯৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিস ম’টারলিংক, তিনি ছিলেন বেলজিয়ামের বিশিষ্ট প্রকৃতিবিদ ও লেখক।

১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলি কারতঁ, তিনি ছিলেন ফরাসি ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারিয়া ত্যাকলা আর্তেমেজ্যিয়া মন্টেসরি, তিনি ছিলেন ইতালীয় ডাচ চিকিৎসক ও শিক্ষাবিদ।

১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর ভন কারম্যান, তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।

১৮৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোহান লুডভিগ রুনেবেরগ, তিনি ছিলেন সুইডিশ বংশোদ্ভূত ফিনিশ কবি ও স্তবগান লেখক।

১৯৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিস মাটেরলিঙ্ক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি কবি ও নাট্যকার।

১৯৪৯ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকার বোলার আল ওজসে মৃত্যুবরণ করেন। তিনি তার ক্যারিয়ারে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন।

১৯৭৩ সালে এই দিনে বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা: সতীশরঞ্জন খাস্তগীর মৃত্যুবরণ করেন।

১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারলেনে ডিট্রিখ, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়ক।

২০০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পিম ফরটুয়ন, তিনি ছিলেন ডাচ সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।

২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কাজী নূরুজ্জামান, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিউলিও অ্যান্ডরেওটি, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৪১ তম প্রধানমন্ত্রী।

২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নভেরা আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশী ভাস্কর।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT