বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৯ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৯-০৪-২০১৭ হালনাগাদ: ০৯:২৫ am ২৯-০৪-২০১৭
 
 
 


আন্তর্জাতিক নৃত্য দিবস।

বিশ্ব ইচ্ছাপূরণ দিবস।

১৬৮২ সালের এই দিনে পিটার দ্যা গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।

১৭৪৭ সালের এই দিনে ফ্রান্সের ৯০ হাজার সেনা হল্যান্ডে হামলা শুরু করে। এ সময় হল্যান্ড বৃটেন ও অস্ট্রিয়ার পক্ষ থেকে সামরিক সাহায্য পাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত যুদ্ধে ফ্রান্সই বিজয়ী হয়।

১৯১৯ সালের এই দিনে জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।

১৯২৮ সালের এই দিনে তুরস্কের কামাল আতাতুর্ক আরবী বর্ণমালায় তুর্কী ভাষা লেখার ঐতিহ্যবাহী পদ্ধতি বাদ দিয়ে ল্যাটিন হরফে তুর্কী ভাষা লেখার নির্দেশ দেন।

১৯৩৯ সালের এই দিনে দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৪৫ সালের এই দিনে ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

১৯৫৪ সালের এই দিনে তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।

১৯৯১ সালে এই দিনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আঘাত হানা BOB 01 প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় ১৩৮,০০০ লোকের প্রাণহানি, ও বিপুল সম্পত্তির ক্ষতি হয়।

১৯৯৭ সালের এই দিনে বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

২০০৪ সালের এই দিনে মার্কিন টেলিভিশন চ্যানেল সি.বি. এস ইরাকের আবু গারিব কারাগারের বন্দীদের ওপর মার্কিন সেনাদের নৃশংস ও পাশবিক নির্যাতনের বিভিন্ন ছবি ও ভিডিও ফিল্ম প্রচার করে।

১৮৩৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে জর্জ আর্নেস্ত জ্যঁ-মেরী বৌল্যাঙ্গার, তিনি ছিলেন ফরাসি ফরাসি জেনারেল, রাজনীতিবিদ ও যুদ্ধমন্ত্রী।

১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অঁরি পোয়াঁকারে, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।

১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যারল্ড ক্লেটন ইউরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেড যিনেমান, তিনি ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পরিচালক ও প্রযোজক।

১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ রচেফরট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও পরিচালক।

১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলি হিউ নেলসন, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক, প্রযোজক ও অভিনেতা।

১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেহানদ্রা পিসারনিক, তিনি আর্জেন্টিনার কবি।

১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ইকে, তিনি সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড় ও লেখক।

১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরি সেইনফেল্ড, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও প্রযোজক।

১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আঙ্গুন, তিনি ইন্দোনেশীয় ফরাসি গায়ক, গীতিকার ও প্রযোজক।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আশীষ নেহরা, তিনি ভারতীয় ক্রিকেটার।

১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেমিহ সেন্টুরক, তিনি তুর্কি ফুটবলার।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সারা এরানি, তিনি ইতালীয় টেনিস খেলোয়াড়।

১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডমাগোজ ভিদা, তিনি ক্রোয়েশীয় ফুটবলার।

১৬৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিখিয়েল ডি রুয়টের, তিনি ছিলেন ডাচ অ্যাডমিরাল।

১৭৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিসকো বারটলোমেও রাস্ট্রেলি, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় স্থপতি।

১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কনস্টান্টটাইন পি. কাভাফয়, তিনি ছিলেন গ্রিক কবি।

১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলহেম রিটের ভন লেব, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল।

১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার আলফ্রেড যোসেফ হিচকক, তিনি ছিলেন ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওনিদ খাচিয়ান, তিনি ছিলেন মার্কিন বংশোদ্ভূত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন কেনেথ গলব্রেইথ, তিনি ছিলেন মার্কিন অর্থনীতিবিদ।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বব হস্কিন্স, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT