মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৭ অক্টোবর, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৭-১০-২০১৭ হালনাগাদ: ১০:১৬ am ২৭-১০-২০১৭
 
 
 


অকুপেশনাল থেরাপি দিবস ও

অডিওভিস্যুয়াল হেরিটেজ দিবস।

১২৭৫ সালের এই দিনে আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়।

১৪৯২ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।

১৫২৬ সালের এই দিনে মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

১৬৫১ সালের এই দিনে ইংরেজ সেনাবাহিনী আয়ারল্যান্ডের লিমেরিক দখল করে।

১৬৭৬ সালের এই দিনে পোল্যান্ড ও তুরস্ক শান্তিচুক্তি করে।

১৭৭৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।

১৭৯৮ সালের এই দিনে ফরাসি সেনাবাহিনী আয়ারল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা চালায়।

১৮০৩ সালের এই দিনে ফরাসিদের দ্বারা বার্লিন দখল হয়।

১৮০৬ সালের এই দিনে ফ্রান্সের সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।

১৯০৫ সালের এই দিনে অক্টোবর নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

১৯১০ সালের এই দিনে জাপান রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয় ভূখণ্ডকে নিজ দেশের সাথে সংযুক্ত করে।

১৯১৪ সালের এই দিনে ব্রিটিশ যুদ্ধ জাহাজ অডাসিয়াস ডুবে যায়।

১৯১৭-ফ্রান্সের যুদ্ধে মার্কিনীদের অংশগ্রহণ।

১৯১৯ সালের এই দিনে ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।

১৯৪০ সালের এই দিনে চীনের ইয়ানআন শহরে সিনহুয়া বেতারের নির্মাণকাজ শুরু হয়।

১৯৪৭ সালের এই দিনে কাশ্মিরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।

১৯৫৪ সালের এই দিনে ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়।

১৯৫৮ সালের এই দিনে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন।

১৯৬১ সালের এই দিনে মরিতানিয়া এবং মঙ্গোলিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭১ সালের এই দিনে কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে জায়ারে করা হয়।

১৯৭৯-সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ।

১৯৮৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৮৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের কাম্পোশান কারাগারে বারবার দু’টি বিরাট দাঙ্গা ঘটে, ফলে বন্দী ও পুলিশসহ মোট ১২০ জন আহত হয়, গোটা কারাগারের ১৪টি জায়গা ধ্বংস হয় ।

১৯৯১ সালের এই দিনে তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৯১ সালের এই দিনে বিপ্লবের [১৯৪৭] পর পোল্যান্ডে প্রথম অবাধ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৭২৮ সালের এই দিনে ইংরেজ পর্যটক ক্যাপটেন জেমস কুক জন্মগ্রহন করেন।

১৭৪৪ সালের এই দিনে ইংরেজ চিত্রকর মেরি মোজার জন্মগ্রহন করেন।

১৮১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইজ্যাক সিঙ্গার, তিনি ছিলেন মার্কিন শিল্পোপতি, সিঙ্গার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা।

১৮৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাস পন্টুস আরনল্ডসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৮৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিওডোর রুজ্‌ভেল্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।

১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্বাসউদ্দিন, তিনি ছিলেন প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।

১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যতীন্দ্র নাথ দাস, তিনি ছিলেনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯১৪ সালের এই দিনে ইংরেজ কবি ডিলান টমাস জন্মগ্রহন করেন।

১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মৃগেন্দ্রনাথ দত্ত, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা।

১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কে. আর. নারায়ানান, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ১০ ম রাষ্ট্রপতি।

১৯৩২ সালের এই দিনে কবি সিলভিয়া প্লাথ জন্মগ্রহন করেন।

১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিরাজ সিকদার, তিনি ছিলেন বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা।

১৯৪৭ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম জন্মগ্রহন করেন।

১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে রবার্তো বেনিগনি, তিনি ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে মার্ক অ্যান্থনি টেলর, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৬৮ সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক, প্রতিচ্ছায়াবাদী এবং প্রযোজক দিলিপ জন্মগ্রহন করেন।

১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে কুমার সাঙ্গাকারা, তিনি শ্রীলংকান ক্রিকেটার।

১৯৮৪ সালের এই দিনে ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান জন্মগ্রহন করেন।

১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড ওয়ার্নার, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেবাস্টিয়ান গাক্কি, তিনি কানাডিয়ান অভিনেতা।

১৪৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উলুগ বেগ মির্জা মোহাম্মদ তারেঘ বিন শাহরুখ, তিনি ছিলেন তিমুরীদ বংশীয় সুলতান এবং একজন প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ।

১৫০৫ সালের এই দিনে রাশিয়ার জার তৃতীয় আইভান মৃত্যুবরণ করেন।

১৬০৫ সালের এই দিনে সালে মোগল সম্রাট আকবর মৃত্যুবরণ করেন।

১৬৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিলে্‌স ডে রবেরভাল, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিজে মাইটনার, তিনি ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।

১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ বার্কার, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

২০০১ সালের এই দিনে ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার মৃত্যুবরণ করেন।

২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঙ্ক নাগাই, তিনি ছিলেন জাপানি গায়ক।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডারর্যকন রান্ডাল, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT