শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৬ নভেম্বর, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৬-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৩৯ am ২৬-১১-২০১৭
 
 
 


১৩৭৯ সালের এই দিনে ইংল্যান্ডে অক্সফোর্ড নিউ কলেজ প্রতিষ্ঠিত হয়।

১৭০৩ সালের এই দিনে ইংল্যান্ডে এক প্রচন্ড ঘূর্ণিঝড়ে ৮ হাজার লোকের জীবনহানি ঘটে।

১৯০৭ সালের এই দিনে লর্ড কার্নারভন তাকে ভ্যালি অব দি কিংসে খনন কাজ দেখাশোনা করার দায়িত্ব প্রদান করেন।

১৯২২ সালের এই দিনে বৃটিশ প্রত্নবিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন মিসরের ভ্যালি অব দি কিংসে অবস্থিত তুতাংখামেনের সমাধিগৃহে প্রবেশ করেন।

১৯২২ সালের এই দিনে দুই রঙ বিশিষ্ট টেকনিকালারে নির্মিত প্রথম ছবি টোল অব দ্য সী মুক্তি পেয়েছিলো।

১৯৪৩ সালে এই দিনে যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অধূনালুপ্ত সোভিয়েত ইউনিয়ন তেহরানে বৈঠকে বসে। বৈঠকে জার্মানির সাথে যুদ্ধ পরিচালনার ব্যাপার সহ মিত্র পক্ষের দেশগুলোকে সহায়তা প্রদান এবং নিজেদের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।

১৯৪৯ সালের এই দিনে ভারতীয় গণপরিষদে ভারতের সংবিধান অনুমোদিত হয়।

১৯৫০ সালের এই দিনে চীনের বাহিনীর আক্রমণের ফলে কোরিয়া যুদ্ধের প্রকৃতি বদলে গিয়েছিলো।

১৯৫৫ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন অভাবনীয় শক্তিশালী হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশে গণবাহিনী কর্তৃক ভারতীয় হাইকমিশনার সময় সেনকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয় এতে চার জন নিহত হয়।

১৯৮৯ সালের এই দিনে ৪২ বছর পর জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী বৃহত্তম একটি বিমান ঘাঁটি ফিলিপাইনের হাতে তুলে দেয়।

১৯৯২ সালের এই দিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কমবয়েসী ক্রিকেটার হিসেবে [১৯ বছর ২২ দিন] শচীন টেন্ডুলকার ১ হাজার রান করেন।

২০০১ সালের এই দিনে নেপালে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ২৮০ জনের প্রাণহানী।

২০০৪ সালের এই দিনে জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ।

১৬০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন হার্ভার্ড, ইংরেজ বংশোদ্ভূত মার্কিন উপনিবেশ স্থাপনকারী যার দান করা অর্থ দিয়ে হার্ভার্ড কলেজ (বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠিত হয়েছিল।

১৭৩১ সালের এই দিনে ইংরেজ কবি উইলিয়াম কাউপার জন্ম গ্রহণ করেন।

১৮৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফের্দিনঁ দ্য সোস্যুর, তিনি ছিলেন সুইস ভাষাতত্ত্ববিদ ও লেখক।

১৮৯০ সালের এই দিনে শিক্ষাবিদ ও ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম।

১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল জিগলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও প্রযুক্তিবিদ।

১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাট্রিকিও আয়ল্বিন, তিনি চিলির আইনজীবী, রাজনীতিবিদ ও ৩১ তম রাষ্ট্রপতি।

১৯১৯ সালের এই দিনে ধ্বনিবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই-এর জন্ম।

১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডলফ পেরেজ ইসকুইভেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার চিত্রশিল্পী, ভাস্কর ও সমাজ কর্মী।

১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আব্দুল্লাহ আহমদ বাদাওি, তিনি মালয়েশিয়ার রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।

১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ হেলেন ব্ল্যাকবার্ন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান জীববিজ্ঞানী ও অধ্যাপক।

১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভেলুপিল্লাই প্রভাকরণ, তিনি ছিলেন শ্রীলংকার বিচ্ছিন্নতাবাদী তামিল দল লিবারেশন টাইগার্স ফর তামিল ইলাম এর প্রতিষ্ঠাতা।

১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট ফ্রেই, তিনি জার্মান বংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও লেখক।

১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অর্জুন রামপাল, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক, মডেল ও টেলিভিশান উপস্থাপক।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টেফান অ্যান্ডারসন, তিনি ডেনিশ ফুটবলার।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জিও টযাভেলাস, তিনি গ্রিক ফুটবল।

১৭৯৯ সালে এই দিনে ইংরেজদের সঙ্গে যুদ্ধে মহীশুরে টিপু সুলতান নিহত হন।

১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ-ডি-ডিয়েউ সউল্ট, তিনি ছিলেন ফরাসি জেনারেল, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।

১৮৫৭ সালের এই দিনে সুইস ভাষাবিজ্ঞানী ফের্দিনা দে সোসুরের মৃত্যুবরণ করেন।

১৮৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কভেন্ট্রি পাটমরে, তিনি ছিলেন ইংরেজ কবি ও সমালোচক।

১৯২৩ সালের এই দিনে গণিতবিদ যাদবচন্দ্র চক্রবর্তী মৃত্যুবরণ করেন।

১৯৪৯ সালের এই দিনে সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকার মৃত্যুবরণ করেন।

১৯৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল এলুয়ারড, তিনি ছিলেন ফরাসি পরাবাস্তববাদী কবি।

১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট কেটেল্বেয়, তিনি ছিলেন ইংরেজ পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ ডি ব্রকা, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাললে হুল্ড, তিনি ছিলেন ডেনিশ অভিনেতা।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ মুরে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্লাস্টিক সার্জন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT