শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৬ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৬-০৪-২০১৮ হালনাগাদ: ০৯:০৪ am ২৬-০৪-২০১৮
 
 
 


বিশ্ব মেধা সম্পদ দিবস।

১৯১৫ সালে এই দিনে মিত্রশক্তি ও ইতালির মধ্যে লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১৫ সালে এই দিনে যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে ইতালিকে ব্রেনার গিরিপথ পর্যন্ত ত্রেন্তিনো, তিরোল, ইস্ত্রিয়া, ডালমাসিয়া, দোদেকানিজে দিতে সম্মত হয়।

১৯৩৩ সালে এই দিনে নাৎসি জার্মানির গোপন পুলিশ বাহিনী ‘গোস্টাপো’ প্রতিষ্ঠিত হয়।

১৯৩৭ সালে এই দিনে স্পেনের গৃহযুদ্ধকালে জার্মান বিমান থেকে গুয়ের্নিকায় বোমা বর্ষণ করা হয়।

১৯৫২ সালে এই দিনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।

১৯৫৪ সালে এই দিনে উত্তর কোরিয়া,চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি রাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা জেনেভায় কোরিয়া সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে ।

১৯৬১ সালে এই দিনে ফরাসি সেনাবাহিনীতে বিদ্রোহে ব্যর্থ হয়।

১৯৬২ সালে এই দিনে ‘নাসা’র রেঞ্জার-৪ মহাশূন্যযান চাঁদের ওপর ধ্বংসপ্রাপ্ত হয়।

১৯৬৩ সালে এই দিনে লিবিয়ার সংবিধানে মহিলাদের ভোটাধিকার গৃহীত হয়।

১৯৬৬ সালে এই দিনে তাসখন্দে এই দিনে জোরালো ভূমিকম্পে ধসে পড়ে শহরটি। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫।

১৯৮৬ সালে এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন-এর অন্তর্গত ইউক্রেনের প্রিপিয়াত শহরে অবস্থিত চেরনোবিল নিউক্লীয় শক্তি উৎপাদন কেন্দ্রে দূর্ঘটনা ঘটে।

১৯৯১ সালে এই দিনে মাদকাশক্তির অভিযোগে বিশ্বনন্দিত ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে গ্রেপ্তার করা হয়।

১৯৯৪ সালে এই দিনে তিন শতকের বর্ণবৈষম্য ভেঙে দক্ষিণ আফ্রিকায় প্রথম বর্ণ নির্বিশেষে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ সালে এই দিনে ইহুদীবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে পরিচালিত অপারেশন ‘গ্রেপস অব রেথ’ গুটিয়ে নিতে বাধ্য হয়।

০১২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কাস আউরেলিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।

০৭৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম হিশাম, তিনি ছিলেন কর্ডোবার আমির।

১৭১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দার্শনিক ডেভিড হিউম।

১৭৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খ্রিস্টিয়ান লেওপোল্ড ফন বাখ, তিনি ছিলেন জার্মান ভূবিজ্ঞানী ও জীবাশ্মবিদ।

১৭৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন জেমস আদোবান, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পক্ষীবিদ ও চিত্রশিল্পী।

১৭৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওজেন দ্যলাক্রোয়া, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।

১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়েন উইলিয়ান্স রিচার্ডসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৮৮৪ সালে এই দিনে ওস্তাদ আয়েত আলী খাঁ জন্মগ্রহণ করেন।

১৮৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডভিগ ভিটগেনস্টাইন, তিনি ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ।

১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাজী আবদুল ওদুদ, তিনি ছিলেন একজন বাংলাদেশী প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার।

১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিসেন্টে আলেইক্সান্ডরে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ কবি।

১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসরার আহমেদ, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি ধর্মতত্ত্ববিদ, দার্শনিক ও পণ্ডিত।

১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল স্মিথ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিদ।

১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরনো এলান পেনজিয়াস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও একাডেমিক।

১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লোস বিয়াঞ্চি, তিনি আর্জেন্টিনার ফুটবলার ও ম্যানেজার।

১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, তিনি ভারতীয় অভিনেত্রী।

১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেট লি, তিনি চীনা বংশোদ্ভূত সিঙ্গাপুরের মার্শাল আর্টিস্ট, অভিনেতা ও প্রযোজক।

১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন জেমস, তিনি আমেরিকান অভিনেতা ও কৌতুকাভিনেতা।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেন, তিনি স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান কুস্তিগীর ও অভিনেতা।

১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টানা কাটিক, তিনি কানাডিয়ান অভিনেত্রী।

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চানিং টাটুম, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোনাথন দস সান্তোস, তিনি মেক্সিক্যান ফুটবলার।

১৪৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট ক্যাম্পিং, তিনি ছিলেন ফ্লেমিশ চিত্রশিল্পী।

১৭১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যাপ্টেন স্যামুয়েল বেল্লামি, তিনি ছিলেন ইংরেজ জলদস্যু।

১৮৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন উইল্‌ক্‌স বুথ, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গুপ্তঘাতক।

১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়র্নস্টার্ন ইয়র্নসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার।

১৯২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শ্রীনিবাস রামানুজন, তিনি ছিলেন প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।

১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল বশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্নল্ড ইয়োহানেস ভিলহেল্ম সমারফেল্ড, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিচিন ফুনাকোশি, তিনি ছিলেন জাপানি মার্শাল আর্টিস্ট ও শোতোকান কারাতের প্রতিষ্ঠাতা।

১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মরিহেই উয়েশিবা, তিনি ছিলেন জাপানি মার্শাল আর্টিস্ট ও আইকিডোর প্রতিষ্ঠাতা।

১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কউন্ট বাসিয়ে, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।

১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুকিলে বাল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।

২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যুন হ্যীয়ন-সেযোগ, তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী, নাগরিক অধিকার কর্মী, সমকামী, কবি ও লেখক।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অগাস্টো রয়া বাস্টস, তিনি ছিলেন প্যারাগুয়ে সাংবাদিক, লেখক ও ও শিক্ষাবিদ।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ জোনস, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT