বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৪ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৪-০৪-২০১৮ হালনাগাদ: ০৯:৩৮ am ২৪-০৪-২০১৮
 
 
 


১০৬১ সালের এই দিনে ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।

১২৭১ সালের এই দিনে ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কোপোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।

১৫৫৮ সালের এই দিনে ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।

১৭৬২ সালের এই দিনে রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।

১৮০০ সালের এই দিনে লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।

১৮৯৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।

১৯১২ সালের এই দিনে ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে ।

১৯১৬ সালের এই দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু হয়।

১৯২৬ সালের এই দিনে যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।

১৯৪৫ সালের এই দিনে সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।

১৯৫৪ সালের এই দিনে রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।

১৯৫৫ সালের এই দিনে প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।

১৯৭০ সালের এই দিনে গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।

২০১৩ সালের এই দিনে বাংলাদেশের সাভারে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। এ দূর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয় যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।

০৭০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইমাম জাফর আল-সাদিক, তিনি ছিলেন শিয়া ইমাম।

১৫৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম সাইলেন্ট, তিনি ছিলেন জার্মান উইলিয়ামের প্রথম ছেলে।

১৭১৮ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাথানিয়েল হন, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত চিত্রকর।

১৭৪৩ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডমন্ড কার্টরাইট, তিনি ছিলেন শক্তিচালিত তাঁত কারখানার উদ্ভাবক।

১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল স্পিটেলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস কবি।

১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ পেটাইন, ফরাসি জেনারেল, রাজনীতিবিদ ও ১১৯ তম প্রধানমন্ত্রী।

১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেনজামিন লি হোর্ফ, তিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট পেন ওয়ারন, তিনি ছিলেন পুলিৎজারপ্রাপ্ত মার্কিন ঔপন্যাসিক।

১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লাফকোস ক্লেরিডেস, তিনি ছিলেন সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থমাস হেন্ডেরসন ডোচার্টি, তিনি স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।

১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শার্লি মাক্লাইনে, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও নৃত্যশিল্পী।

১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার কর্নবার্গ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও শিক্ষাবিদ।

১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্ডা কেনি, তিনি আইরিশ শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ।

১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেডরিক অ্যান্ডারসন কাইলেস, তিনি আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও প্রযোজক।

১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমন হনসু, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেসান্দ্রো কোস্তাকুর্তা, তিনি সাবেক ইতালিয়ান ফুটবলার, কোচ ও ম্যানেজার।

১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাশিম থাকি, তিনি কসোভো সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রধানমন্ত্রী।

১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে কুমার ধর্মসেনা, তিনি শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার।

১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শচীন টেন্ডুলকার, তিনি ভারতীয় ক্রিকেটার।

১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেলি ক্লার্কসন, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জান ভেরটংহেন, তিনি বেলজিয়াম ফুটবলার।

১৭৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড্যানিয়েল ডিফো, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক ও গুপ্তচর।

১৮৫২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভাসিলি যহুকোভস্কাই, তিনি ছিলেন রাশিয়ান কবি।

১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জি. স্ট্যানলি হল, তিনি ছিলেন আমেরিকান মনোবৈজ্ঞানিক ও শিক্ষাবিদ।

১৯৪২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুসি মাউড মন্টোগোমারি, তিনি ছিলেন কানাডিয়ান লেখক।

১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাক্স ফন লাউয়ে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গারহার্ড জোহানেস পল ডোমাগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগতত্ত্ববিদ ও ব্যাক্টেরিওলজিস্ট।

১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্লাদিমির কোমারোভ, তিনি ছিলেন রাশিয়ান পাইলট, ইঞ্জিনিয়ার ও মহাকাশচারী।

১৯৭২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন যামিনী রায়, তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী।।

১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বুড অ্যাবট্, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৮০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আলেহে কার্পোন্তিয়ে, তিনি ছিলেন কিউবান কথাসাহিত্যিক।

২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাসরীন পারভীন হক, তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।

২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সত্য সাই বাবা, তিনি ছিলেন ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT