মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের পাতা
১ ডিসেম্বর , এই দিনে
প্রকাশ: ০৯:০০ am ০১-১২-২০১৭ হালনাগাদ: ১০:৫২ pm ০১-১২-২০১৭
 
 
 


বিশ্ব এইডস দিবস

 

০৬৩১ সালের এই দিনে হযরত মোহম্মদ(সা:)-এর তাবুক অভিযান শুরু হয়।

১৪২০ সালের এই দিনে ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।

১৬২৬ সালের এই দিনে জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।

১৬৪০ সালের এই দিনে স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা পায়।

১৭৬৮ সালের এই দিনে দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।

১৮২১ সালের এই দিনে স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮৩৪ সালের এই দিনে কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।

১৮৩৫ সালের এই দিনে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।

১৮৫২ সালের এই দিনে নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কম্পানি চালু হয়।

১৯১৮ সালের এই দিনে সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯১৯ সালের এই দিনে প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমান্সে তার আসন গ্রহন করেন।

১৯২০ সালের এই দিনে পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

১৯৪৮ সালের এই দিনে ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।

১৯৫৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং (জুনিয়র) সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক অভাবিত আন্দোলনের সূচনা করেছিলো।

১৯৫৮ সালের এই দিনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৮ সালের এই দিনে আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।

১৯৫৯ সালের এই দিনে অ্যান্টার্কটিকা মহাদেশ শুধু বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহৃত হবে – এ মর্মে ১২টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫৯ সালের এই দিনে একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশুন্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।

১৯৬৩ সালের এই দিনে  নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।

১৯৬৪ সালের এই দিনে মালাউই, মাল্টা ও জাম্বিয়া দেশ সমুহ জাতিসংঘের সদস্যপদ পায়।

১৯৬৭ সালের এই দিনে রাজকীয় গ্রিনউইচ মানমন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ ‘আইজাক নিউটন’ চালু করা হয়।

১৯৭১ সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাস্মীর দখল করে।

১৯৭৬ সালের এই দিনে এ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।

১৯৮০ সালের এই দিনে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।

১৯৮১ সালের এই দিনে এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

১৯৮৮ সালের এই দিনে বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৯০ সালের এই দিনে ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ করতে সক্ষম হয়।

১৯৯০ সালের এই দিনে কর্মীরা বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হলেও টানেলের চুড়ান্তকাজ শেষ হতে আরো চার বছর সময়ের প্রয়োজন ছিলো।

১৯৯৮ সালের এই দিনে তুরষ্কে ভূমিকম্পে ১০৮ জন নিহত।

২০০২ সালের এই দিনে বাংলাদেশের গাইবান্ধায় যাকাতের কাপড়ের জন্যে হুড়োহুড়ি; পদদলিত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেন।

১০৮১ সালের এই দিনে ফ্রান্সের ষষ্ঠ লুইয়ের জন্ম।

১৭৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন হাইনরিচ কলাপরথ, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।

১৭৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যারি তুসো, তিনি ছিলেন মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।

১৭৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাই ইভানোভিচ লোবাচেভস্কি, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ ও জ্যামিতিবিদ।

১৮৪৭ সালের এই দিনে আমেরিকান কবি জুলিয়ান মুর জন্মগ্রহন করেন।

১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরজি যহুকভ, তিনি ছিলেন রাশিয়ান জেনারেল, রাজনীতিবিদ ও ২য় প্রতিরক্ষা মন্ত্রী।

১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহম্মদ কুদরাত-এ-খুদা, তিনি ছিলেন একজন রসায়নবিদ, গ্রন্থকার ও শিক্ষাবিদ।

১৯০৩ সালের এই দিনে চট্টগ্রামে যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের জন্ম।

১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন রডবেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও চিকিৎসাবিজ্ঞানী।

১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উডি অ্যালেন, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাহার বিন জেলউন, তিনি মরক্কোর লেখক ও কবি।

১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাভিয়ের আগুইরে, তিনি মেক্সিক্যান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অর্জুনা রানাতুঙ্গা, তিনি শ্রীলংকান সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।

১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিলি মরটিমের, তিনি ইংরেজ অভিনেত্রী ও চিত্রনাট্যকার।

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ কাইফ, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার।

১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস উইলসন, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৪৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লরেনযো ঝিবেরটি, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর।

১৯২১ সালের এই দিনে ইরানের বিখ্যাত সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব মীর্জা কুচাক খান জাঙ্গালী শাহাদত বরণ করেছিলেন।

১৯২৮ সালের এই দিনে কলম্বীয় কবি ও ঔপন্যাসিক হোসো রিভেরার মৃত্যুবরণ করেন।

১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সের্গেই কিরোভ, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ।

১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেইস্টের ক্রাউলি, তিনি ছিলেন ইংরেজ যাদুকর, কবি ও পর্বতারোহী।

১৯৭৭ সালের এই দিনে খেলাফত ও অসহযোগ আন্দোলনের নেতা আবদুল জাব্বার খদ্দরের মৃত্যুবরণ করেন।

১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস বাল্ডওয়িন, তিনি ছিলেন আমেরিকান লেখক, কবি ও সমালোচক।

১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ জোসেফ স্টিগ্‌লার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কলিন টাপ্লেয়, তিনি ছিলেন নিউজিল্যান্ড বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা।

১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন খান আতাউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা।

২০০৪ সালের এই দিনে বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান মৃত্যুবরণ করেন।

২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আনটোন রজার্স, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও পরিচালক।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিল টেলর, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT