শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৭ ডিসেম্বর , এই দিনে
প্রকাশ: ০৯:২৮ am ১৭-১২-২০১৭ হালনাগাদ: ০৯:৩৩ am ১৭-১২-২০১৭
 
 
 


১৩৯৯ সালের এই দিনে পানি পথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।

১৯০৩ সালের এই দিনে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড্ডয়ন করেন।

১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় রাঙামটি, কিশোরগঞ্জ, খুলনা, ফরিদপুর ও চট্টগ্রাম।

১৭৭০ সালের এই দিনে জার্মান সঙ্গীত স্রষ্টা ল্যুদভিগ্ন ফন্ বিটোফনের জন্ম।

১৯২০ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন কেনেথ আইভার্সন, তিনি ছিলেন টুরিং পুরস্কার বিজয়ী একজন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৬ সালে এই দিনে সাহিত্যিক দেবেশ রায় জন্ম গ্রহণ করেন।

১৮৩০ সালে এই দিনে দক্ষিণ আমেরিকার বিপ্লবী নেতা সিমন বোলিভার মৃত্যুবরণ করেন।

১৯৩১ সালে এই দিনে শিআক্ষাবিদ, গবেষক ও পুঁথি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রী মৃত্যুবরণ করেন।

১৯৩৮ সালে এই দিনে কথাশিল্পী, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৬১ সালে এই দিনে শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মকসুদ হিলালী মৃত্যুবরণ করেন।

১৯৮২ সালে এই দিনে আলবেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী মেহমেত সেহু মৃত্যুবরণ করেন।

২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কিম জং-ইল, তিনি ছিলেন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব ছিলেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT