শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৪ মে, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৪-০৫-২০১৮ হালনাগাদ: ০৯:২৭ am ১৪-০৫-২০১৮
 
 
 


১৫৭৫ সালের এই দিনে এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।

১৬৪৩ সালের এই দিনে চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।

১৭৯৬ সালের এই দিনে এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।

১৮১১ সালের এই দিনে স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।

১৮৮৯ সালের এই দিনে লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।

১৯১৩ সালের এই দিনে নিউইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।

১৯২৫ সালের এই দিনে ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।

১৯৩৯ সালের এই দিনে লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।

১৯৪৮ সালের এই দিনে সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।

১৯৫৪ সালের এই দিনে আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।

১৯৫৫ সালের এই দিনে সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার শ’ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৩ সালে এই দিনে কুয়েত জাতিসংঘের যোগদান করে।

১৭০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম এমারসন, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ।

১৭৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে রবার্ট ওয়েন, তিনি ছিলেন ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাল বরল্যান্ড, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইয়ুব খান, তিনি ছিলেন পাকিস্তানী সেনাপতি ও রাষ্ট্রপতি।

১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মৃণাল সেন, তিনি ছিলেন বাঙালী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক।

১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ লুকাস, তিনি মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার কার্স্টেন, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার।

১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ন কলফার, তিনি আইরিশ লেখক।

১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস ক্লেয়াভে, তিনি ব্রিটিশ লেখক ও সাংবাদিক।

১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যালি মার্টিন, তিনি নিউজিল্যান্ড অভিনেত্রী।

১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়োহান আউগুস্ত স্ট্রিন্ডবার্গ, তিনি ছিলেন সুইডিশ নাট্যকার।

১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি রাইডার হ্যাগার্ড, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।

১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অঁরি লা ফন্তেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান আইনজীবী।

১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারি ভাসসিলিইফ, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী।

১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেরি লালোপউলউ, তিনি ছিলেন গ্রিক অভিনেত্রী।

১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টিয়ান বোয়েমার আনফিন্সেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বায়োকেমিস্ট।

১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শওকত ওসমান, তিনি ছিলেন বিখ্যাত বাঙালী কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক।

২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্না লি, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আসগর আলী ইঞ্জিনিয়ার, তিনি ছিলেন ভারতীয় সমাজ কর্মী ও লেখক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT