শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ ১৪৩১
Smoking
 
শীতে শিশুদের রোগব্যাধি
প্রকাশ: ১২:৫৬ pm ১৪-১১-২০১৭ হালনাগাদ: ০১:০৩ pm ১৪-১১-২০১৭
 
 
 


শীতে বা ঋতু পরিবর্তনের সময় রোগব্যাধি দিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় প্রবীণ ও শিশুরা। শীতে ঠান্ডা, কাশি, ডায়রিয়া ইত্যাদি রোগব্যাধি বেশি হতে দেখা যায়। শীতে শিশুদের রোগব্যাধির বিষয়ে থাকতে হবে সর্বোচ্চ সচেতন।

কারণ ঋতু পরিবর্তনের ধাক্কাটা বেশি লাগে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে।

বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আরেকটি বিষয় হলো, আমরা কফ বের করে দিই, বাচ্চারা সেটা বের করতে পারে না। সে জন্য তাদের কাশির সমস্যা হয়। তাদের নিউমোনিয়া হয়। সাধারণ সর্দি-কাশি তাদের হয়। ভাইরাল ফিবার এ সময়ে বেশি হয়। একটু বড় বাচ্চাদের কিন্তু টনসিলে সমস্যা হয়। আরেকটি বিষয় রয়েছে। সেটি হলো এ সময়ে ডায়রিয়া হয়। কানের সমস্যাও হয়। নাক-কান-গলার সমস্যা হয়। এগুলো আমরা বেশি দেখি। 

শীতের কারণে অনেক বাচ্চা গোসল করতে চায় না। সুতরাং ত্বকের সমস্যাও কিন্তু হয়। বিভিন্ন ধরনের খোস পাঁচড়া, স্ক্যাবিজ এগুলো কিন্তু এ সময়ে হয়। আবার ত্বক ফেটে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া—এগুলোও হয়। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT