শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ ১৪৩১
Smoking
 
শাকিব খানকে আবার  অবাঞ্ছিত ঘোষণা
প্রকাশ: ১২:০৯ am ২৪-০৬-২০১৭ হালনাগাদ: ১২:১১ am ২৪-০৬-২০১৭
 
 
 


চলচ্চিত্র ঐক্যজোটের তুমুল আপত্তি সত্ত্বেও যৌথ প্রযোজনার দুই ছবি নবাব ও বস টু-এর মুক্তি নিয়ে চলমান বিতর্ক যেন থামছেই না। সিনেমা দুটি সেন্সর পাওয়ার পরই ঐক্যজোটের নেতারা গতকাল বিকেলে পরিচালক সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় মিলিত হন। ওই সভায় চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ও শাকিবকে  অবাঞ্ছিত ঘোষণা করেন। সভায় চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সিনিয়র অভিনেতা ফারুক, আলমগীর, রিয়াজ, অভিনেত্রী পপি, প্রযোজক খোরশেদ আলম খসরু, ডিপজলসহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে নায়ক আলমগীর বলেন, ‘শাকিব খানকে আর ক্ষমা নয়। এর আগে শাকিবের ঝামেলা মিটিয়ে দিয়ে ভুল করেছিলাম। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। ফারুক ভাইকে নিয়ে যে কমেন্ট করেছে সে, তা ক্ষমা করা হবে না। তাকে বয়কট নয়, তার শাস্তি চাই।’ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘যেভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে সেটা ঠেকাতে করণীয় আজই ঠিক করতে হবে।’ সভায় যৌথ প্রযোজনার নামে চলমান এই প্রতারণার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ারও সিদ্ধান্ত হয় জোট নেতাদের মধ্যে। বিকেল সাড়ে ৫টায় এই সভা শেষ হয়। যেখানে চলচ্চিত্র ঐক্যজোটের ১৬ সংগঠনের নেতাদের সর্বসম্মতিক্রমে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করাসহ শিল্পী সমিতি থেকে শাকিব খানের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT