বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ ১৪৩১
Smoking
 
শরীয়তপুরে জুয়ার আসর থেকে মেয়রসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার
প্রকাশ: ০৫:৩৯ pm ০৭-০৮-২০১৭ হালনাগাদ: ০৫:৪০ pm ০৭-০৮-২০১৭
 
 
 


শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়রসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে দুই লাখ টাকা, চার বান্ডেল জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের শহরের শামীম প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেছেন।

পুলিশ বলছে, শামীম প্লাজায় দীর্ঘদিন ধরে জুয়াসহ নেশা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শরীয়তপুরের ডিবি পুলিশের এএসআই রনজিৎ কুমার ও পালং মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রবিবার রাতে শরীয়তপুর জেলা শহরের পালং বাজারের শামীম প্লাজা তৃতীয় তলায় জুয়ার আসর থেকে শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ ও শরীয়তপুর বাস মালিক সমিতির সেক্রেটারি শ্রমিকলীগ নেতা মো. বাচ্চু বেপারী, বাচ্চু বেপারীর ছোট বোনের জামাই ঠিকাদার শামীম সরদার, হাচান বেপারী, তেল ব্যবসায়ী ফারুক তালুকদার, ঠিকাদার মো. মানিক শেখ, জোরাল তালুকদার, জলিল বেপারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সোমবার সকালে গ্রেপ্তার প্যানেল মেয়রসহ সাতজনকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনে মুক্তি পান তারা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT