শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১০ ধাপ, শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব
প্রকাশ: ০৯:৪৫ am ১২-০২-২০১৮ হালনাগাদ: ০৯:৪৮ am ১২-০২-২০১৮
 
 
 


সদ্য শেষ হওয়া ঢাকা টেস্টটি ছিল আক্ষরিক অর্থেই বোলারদের। রান খরার ম্যাচে দু’দল মিলে মোট ২১৪.৪ ওভার খেলে তুলেছে ৬৮১ রান। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের বেশিরভাগই পিছিয়েছেন আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে, এগিয়েছেন বোলাররা।  ম্যাচে দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১০ ধাপ। উঠেছেন ৪৯তম স্থানে। আর দুই ইনিংসেই ৪টি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৪তম অবস্থানে। চার বছর পর দলে ফিরে আব্দুর রাজ্জাক নিয়েছেন পাঁচ উইকেট। র‌্যাঙ্কিংয়ে ফিরে এসেছেন ৯৫তম স্থান দিয়ে। ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, যার খেসারত দিতে হয়েছে এই ওপেনারকে। ৫ ধাপ পিছিয়ে নেমেছেন ২৬ নম্বরে। তিন ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমেছেন ২৮ এ। তিন ধাপ পিছিয়েই ৩০ এ মুমিনুল হক আর ৬ ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৫৪তম। সাব্বির রহমান পিছিয়েছেন এক লাফে ১৭ ধাপ, চলে গেছেন ১০৪তম অবস্থানে। তবে বিশ্বসেরা অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT