বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ ১৪৩১
Smoking
 
বিশ্বকাপ আয়োজনে আগ্রহী আর্জেন্টিনা
প্রকাশ: ০৩:০৪ pm ০৫-১০-২০১৭ হালনাগাদ: ০৩:০৭ pm ০৫-১০-২০১৭
 
 
 


২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় বসছে, তা এখনো ঠিক হয়নি। অনেক দেশই বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াযজ্ঞটি আয়োজনের আগ্রহ দেখিয়েছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছে আর্জেন্টিনা। যৌথভাবে এই আসর আয়োজনের আগ্রহের কথা ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাদের সঙ্গে আছে উরুগুয়ে ও প্যারাগুয়ে।

গতকাল বুধবার তিন দেশের প্রেসিডেন্ট আলোচনা করার পর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

আর্জেন্টিনা একবারই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল, ১৯৭৮ সালে। আর উরুগুয়ে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করে। কিন্তু প্যারাগুয়ে এখনো এ আসর আয়োজনের সুযোগ পায়নি।

আর্জেন্টিনা ১৯৭৮ প্রথবার বিশ্বকাপ আয়োজন করে, সেবার তারা চ্যাম্পিয়নও হয়েছিল। পরে ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার অসাধারণ নৈপুণ্যে দ্বিতীয়বার এ আসরের শিরোপা জিতে। আর উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।

২০১৮ বিশ্বকাপ রাশিয়ায় বসছে, তার পরেরবার ২০২২ সালে হবে কাতারে। কিন্তু ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের আয়োজক এখনো ঠিক হয়নি। এই প্রক্রিয়া শুরু হবে আগামী ২০২১ সালে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT