বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ ১৪৩১
Smoking
 
বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব নূরুল ইসলাম অনু মারা গেছেন
প্রকাশ: ০১:২৯ pm ১৮-১০-২০১৭ হালনাগাদ: ০১:৩১ pm ১৮-১০-২০১৭
 
 
 


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব, ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। নূরুল ইসলাম অনুর ভাগ্নে আদিল হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, গুলশান কেন্দ্রীয় মসজিদে বাদ আসর নূরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর নতুন কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। নূরুল ইসলাম অনু গত ১২ অক্টোবর স্ট্রোক করেন। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নূরুল ইসলাম অনু খুবই মেধাবী ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। দৈনিক সকালের খবরের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT