শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
দিনাজপুরে বন্যায় নিখোঁজ হওয়া তিন জনের মরদেহ উদ্ধার
প্রকাশ: ১০:৩৭ am ১৬-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৪৮ am ১৬-০৮-২০১৭
 
 
 


দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় নিখোঁজ হওয়া তিন জনের মরদেহ উদ্ধার হয়েছে। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন গড়বাড়ী গ্রামের মুলিয়া মুরমু (৬৭), আব্দুস সাত্তার (৬৫) ও  মফিজুর রহমান (২০)। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর থেকে দিবাগতরাত পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে জেলায় চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।   এ ব্যাপারে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, নিখোঁজ সবার মৃত্যু পানিতে ডুবে হয়েছে। এদের মধ্যে সোমবার (১৪ আগস্ট) পানিতে ডুবে নিখোঁজ মুলিয়া মুরমুরের মরদেহ মঙ্গলবার উদ্ধার হয়। এছাড়া আব্দুস সাত্তার ও মফিজুর রহমান মঙ্গলবার বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে মারা যান। 

এছাড়াও দুইজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT