বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ ১৪৩১
Smoking
 
টাইটানিকের লকারের চাবির দাম ৮১ লাখ টাকা!
প্রকাশ: ১২:০০ am ২০-১১-২০১৬ হালনাগাদ: ০৩:৪৫ pm ২০-১১-২০১৬
 
 
 


আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ‘টাইটানিক’ জাহাজের বহু মূল্যবান জিনিস নিলামে তোলা হয়েছে। এসব বস্তুর মধ্যে রয়েছে একটি চাবি। জাহাজের কর্মচারীরা যে আলমারিতে লাইফ জ্যাকেট রাখত, সেই আলমারির চাবি এটি।

নিলামে ৮৫ হাজার ব্রিটিশ পাউন্ডে বিক্রি হলো সেটি। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় প্রায় ৮১ লাখ টাকা।

‘ডেভিজেস’ এর নিলামে এ চাবিটিসহ আরও ২০০টি পণ্য উঠেছিল। টাইটানিকের চিফ ওয়ারলেস অপারেটরের একটি পোস্টকার্ড বিক্রি হয়েছে ১৯ হাজার পাউন্ডে যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১৮ লাখ টাকা।

লাইফ জ্যাকেটের ওই লকারটি ছিল তৃতীয় শ্রেণির গোমস্তা সিডনি সিডুনারির অধীনে। তিনি ছিলেন বার্কশায়ারের বাসিন্দা। জাহাজের আত্মত্যাগী নাবিকদের মধ্যে ছিলেন সিডনিও।

১৯১২ সালে টাইটানিক জাহাজ ডুবির স্মৃতিকে সামনে রেখে ডেভিজেস এ নিলামের আয়োজন করে।

উল্লেখ্য, ১৯১২ সালের ১৪ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশে সাউদাম্পটন ছেড়ে আসে টাইটানিক। যাত্রা করার চার ঘণ্টা পর বিশাল বরফখণ্ডের সঙ্গে আঘাতে জাহাজের তলা ফেটে আটলান্টিকে ডুবে যায়। এ ঘটনায় মৃত্যু হয় দেড় হাজারেরও অধিক যাত্রী।
 

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT