শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ঝিনাইদহে পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে প্রশিক্ষণ কর্মসূচী
প্রকাশ: ১০:৫৯ am ১১-০২-২০১৮ হালনাগাদ: ১১:০২ am ১১-০২-২০১৮
 
 
 


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
“পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সপ্তাহের ৪র্থ দিনে বুধবার অনলাইনে এম আর পি আবেদন ফরম পুরণে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। জেলা প্রশাসন ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের উদ্যোক্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এখন থেকে পাসপোর্ট সেবা নিতে সাধারণ মানুষ প্রতিটি ইউনিয়ন পরিষদে পাসপোর্ট ফরম পুরন করতে পারবেন বলে প্রশিক্ষণ কর্মসূচী থেকে জানানো হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT