বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ছয় বিষয়ে সেরা হিসেবে পুরষ্কৃত হয়েছেন লালমনিরহাট পুলিশের ছয় কর্মকর্তা
প্রকাশ: ০৪:৫২ pm ২১-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:৫৬ pm ২১-০৯-২০১৭
 
 
 


আইনশৃঙ্খলা রক্ষা, আসামি তামিল, মাদক উদ্ধার ও সেবা দানে রংপুর রেঞ্জের ছয় বিষয়ে সেরা হিসেবে পুরষ্কৃত হয়েছেন লালমনিরহাট পুলিশের ছয় কর্মকর্তা।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের বিভাগীয় মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সেরাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

শ্রেষ্ঠ সার্কেল লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট সদর থানা, শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে লালমনিরহাট ট্রাফিক বিভাগ, শ্রেষ্ঠ উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) সদর থানার শাহানুর ইসলাম, শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক (এএসআই) লালমনিরহাট সদর থানার খাদেমুল ইসলাম নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি অপরাধ ও অভিযান চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT