শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ ১৪৩১
Smoking
 
গাজীপুরে পুলিশের জঙ্গি ও সন্ত্রাসী খুঁজতে বিশেষ অভিযান শুরু
প্রকাশ: ০৫:৪১ pm ২৯-০৪-২০১৭ হালনাগাদ: ০৫:৪৩ pm ২৯-০৪-২০১৭
 
 
 


রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা গাজীপুরে অবস্থান করতে পারে এমন আশঙ্কায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের পূর্বে দুপুরে গাজীপুর পুলিশ লাইন প্রাঙ্গণে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর- রশিদ জানান, এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কোন ভাড়াটে কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশা কী- পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে। এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডে ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০ জনকে আটক করেছিল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT