শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ ১৪৩১
Smoking
 
কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসিত অনন্ত জলিল
প্রকাশ: ০৪:৪৫ pm ০৬-০৮-২০১৭ হালনাগাদ: ০৫:৪৪ pm ০৬-০৮-২০১৭
 
 
 


ঢাকার অদূরে সাভারে অনন্ত জলিলের নিজস্ব অফিসের সামনে থেকে তার কর্মচারী ইলিয়াস হাওলাদার রাস্তায় একটি ভ্যান্টিব্যাগ কুড়িয়ে পান। তারপর ভেতরে তিনি দেখতে পান ৪৪ হাজার টাকা এবং একটি আইডিকার্ড রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি অনন্ত জলিলকে ঘটনা খুলে বলেন এবং অনন্তকে টাকা ও আইডিকার্ড জমা দেন ঐ ব্যক্তি।

http://img.daraz.co/bd/affwk05-fas16-jennys-deals_300x250.png

অতঃপর নিজের কর্মচারীর এমন সততায় মুগ্ধ হন এবং বাহবা দেন। তারপর আইডিকার্ডে থাকা মহিলার বিবরণ বের করে নিজের অফিসে ডেকে নিয়ে আসেন তাকে। এবং সমস্ত টাকা ফেরত দেন।  

অনন্ত জলিলের ফেসবুক পেইজে বিষয়টি তার ভক্তদের জন্য জানানো হয় এবং জলিল ক্যাপশনে লিখেন ‘ইলিয়াস হাওয়ালাদার গর্বিত আপনাকে নিয়ে’।

ফেসবুকে জানানোর পর জলিলের অনেক ভক্তই মন্তব্য করেছেন যে প্রতিষ্ঠানের মালিক সৎ তার কর্মচারীরাও সৎ হবেন। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT