শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়া শহরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গুলি ও অস্ত্রসহ আটক
প্রকাশ: ০৩:১৬ pm ১৩-০৮-২০১৭ হালনাগাদ: ০৩:২০ pm ১৩-০৮-২০১৭
 
 
 


কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে অস্ত্র, গুলি ও দেশি ধারালো অস্ত্রসহ আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (১২ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  হাউজিং ই-ব্লকের পরিত্যাক্ত একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন-হোসেন হাওলাদার (৪০), মো. ফরিদ হাওলাদার (৩৫), মো. সেন্টু আকন্দ (৩৫), খোকন সর্দার (৪০), বাচ্চু মাঝি (৫৯) এবং সিরাজ মিয়া (৫০)। আটককৃতদের কাছ থেকে ১টি রিভলবর, ১ রাউন্ড গুলি ও দেশিও কয়েকটি ধারালো অস্ত্র  উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটক হওয়া ৬ জনের মধ্যে ৩ জনের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়, দুজনের বাড়ি বাগেরহাটের স্মরনখোলা এবং একজনের বাড়ি মানিকগঞ্জে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT