শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় দিশা সংস্থার উদ্যোগে অসহায় প্রবীণদের কম্বল-চাদর বিতরণ
প্রকাশ: ১০:৫২ am ৩১-০১-২০১৮ হালনাগাদ: ১০:৫৫ am ৩১-০১-২০১৮
 
 
 


কুষ্টিয়া: কুষ্টিয়ায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় দিশা স্বেচ্ছাসেবী ও মানবিক কল্যাণ সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার মশান এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম।

এসময় তিনি বলেন, দিশা প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দরিদ্র ও অধিকারবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে বলে আমি বিশ্বাস  করি। তিনি বলেন, ‘মানুষের প্রতি ভালোবাসা এবং তাঁদের জন্য কিছু করার প্রত্যয়ে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। তিনি আরও বলেন, এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউিনিটি হাসপাতাল চালু করেছি। আগামী অর্থবছরে পুর্ণাঙ্গরুপে হাসপাতাল তৈরীর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে করে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি। সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে ও দিশা সংস্থার সিনিয়র সহকারী পরিচালক আবদুল ওয়ারেশের পরিচালনায় এসময় মশান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিশ্বাস, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম মন্টু, বারুইপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার ছানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমান, ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক রাহেন উদ্দিন, প্যানেল চেয়ারম্যান উফান আলী, আব্দুল কাদের মাষ্টার, ব্যাংকার খন্দকার মুক্তার হোসেন, দিশা সংস্থার কর্মকর্তা সুমন মেহেদী, সাংবাদিক এসএম জামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শতাধীক নারী ও পুরুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়। 

এস এম জামাল, কুষ্টিয়া থেকে।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT