বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ ১৪৩১
Smoking
 
আকাশ থেকে পড়ল বিমানের তেলের ট্যাংক
প্রকাশ: ০৯:৩০ am ০৯-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৩৬ am ০৯-০৮-২০১৭
 
 
 


ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নীলনগর মধ্যপাড়ায় গতকাল বেলা ১১টার দিকে চলন্ত বিমান থেকে দুটি তেলের ট্যাঙ্কার অবাদি জমিতে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ফসলি জমির ক্ষতি না হলেও ঘটনার পর জনমতে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তেলের ট্যাঙ্কার উদ্ধার করে। তেলের ট্যাঙ্কারর দুটি হচ্ছে (ট্যাঙ্কার টাইপ জে ৭৩-৬১৫০, ট্যাঙ্কার টাইপ জে ৭৩-৬১৫০-০ সিরিয়াল নং যথাক্রমে ০২, ০৭)। প্রত্যক্ষদর্শী সাত বছরের বালক আলী হোসেন দৈনিক সকালের খবরকে জানায়, আমরা লাটিম নিয়ে সড়কে খেলা করার সময় বেলা ১১টার দিকে চলন্ত বিমান থেকে প্রথম তেলের ট্যাঙ্কারটি নীলনগর মধ্যপাড়ার রাস্তার উত্তর পাশে বিকট শব্দে মাটিতে পড়ার কিছুক্ষণ পর রাস্তার দক্ষিণ পাশে আবার আরেকটি তেলের ট্যাঙ্কার পড়ে। গ্রাম পুলিশ আসাদ মিয়া জানান, বেলা ১১টার দিকে চলন্ত বিমান থেকে একটি তেলের ট্যাঙ্কার পড়লে বিকট শব্দ শোনার কিছুক্ষণ পরই আরেকটি পড়তে দেখা যায়। জিনদপুর ইউপি চেয়ারম্যান আবদুর রউফ জানান, বিষয়টি এলাকাবাসী আমাকে জানালে আমি তাত্ক্ষণিক ঘটনাস্থলে লোক পাঠিয়ে দুটি তেলের ট্যাঙ্কার উদ্ধার করি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দুটি তেলের ট্যাঙ্কার নিয়ে যায়। নবীনগর থানার ওসি আসলাম শিকদার জানান, বিমানের দুটি তেলের ট্যাঙ্কার উদ্ধার করা হয়েছে।

 

ছবিঃসংগ্রহীত

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT